প্রধান শিক্ষক এর বাণী
ঐতিহ্যবাহী রাজশাহী শিক্ষা নগরীর উপকণ্ঠে হড়গ্রাম ইউনিয়নে কুলপাড়া উচ্চ বিদ্যালয়টি কুলপাড়া গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি ১৯৯৩ ইং শেসন হতে পাঠদান কার্যক্রম শুরু করা হয়। প্রতিষ্ঠিত হওয়ার পর এলাকার গরীব ও নারীশিক্ষা, সাংস্কৃতি ও খেলাধুলার ক্ষেত্রে যথেষ্ঠ ভূমিকা পালন করে আসছে।
আধুনিক বিশ্ব তথ্য প্রযুক্তি নির্ভর। তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা কার্যক্রম প্রতিটি জাতির ঐকান্তিক কাম্য, সেই লক্ষে সনাতন পদ্ধতি ঝেড়ে ফেলে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য জাতিকে একটি আধুনিক যুগোপযুগি ও তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় পাঠদান কার্যক্রম পরিচালনা করে ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে অত্র বিদ্যালয়ের শিক্ষকগন আধুনিক ও তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা কার্যক্রম ও পাঠদান করে আসছে।নতুন কারিকুলামে হাতে কলমে কৃতি ছাত্র ছাত্রীদের মাঝে পড়ালেখার প্রান খুজে পেয়েছে। পরিশেষে শিক্ষার মানবৃদ্ধি ও পাঠদানের মান উন্নয়নে ছাত্র শিক্ষক ও অভিভাবক সহ সকলের পরামর্শ মতামত সানন্দে গ্রহন করা হয়।
